হাজীগঞ্জে নানার বাড়ির পুকুরে ডুবে আরিফা ইসলাম নামে দুই বছরের শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়।
৩০ মার্চ মঙ্গলবার বিকালে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড লোধপাড়া তালুকদার বাড়ীতে ঘটে।
পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকাল সাড়ে ৪ টার দিকে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
জানা যায়, শিশুটির নানা তালুকদার বাড়ীর রতন মিয়ার ঘরে বেড়াতে আসলে সবার অজান্তে বাড়ীর পুকুরে পড়ে মারা যায়।
শিশুটির বাবা ইয়াছিন খানের বাড়ি চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক হারুন বলেন, শিশুটির বাবা একজন কাঠ মিস্ত্রি। এ বিষয়ে তিনি কোন অভিযোগ না করায় তাদের হাতে লাশ হস্তান্তর করা হয়।
প্রতিবেদকঃজহিরুল ইসলাম জয়,৩০ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur