হাজীগঞ্জে নাদিয়া ফার্নিচার এর ৩৩তম শোরুম উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জে নাদিয়া ফার্নিচার লিমিটেডের ৩৩ তম শাখা শোরুম উদ্বোধন করা হয়। ১৮ মার্চ শনিবার বিকালে হাজীগঞ্জ পূর্ব বাজারে নাদিয়া ফার্নিচার শোরুমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় ফিতা কেটে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন জাতীয় পাওয়ার সেলের ডিজি ইঞ্জি. মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নাদিয়া ফার্নিচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ করিম মজুমদার, রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী আনোয়ারুল হক হেলাল, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, ব্যাংকার সুরাইয়া তালুকদার, ব্যবসায়ী সামসুর নাহার সেলি, কোম্পানির সিওও রাকিব উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাসুদ আলম মজুমদার, কাজী মিঠু প্রমুখ।

এসময় হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৮ মার্চ ২০২৩

Share