চাঁদপুর জেলার প্রাণকেন্দ্রে এ প্রথম প্রাতিষ্ঠানিক ভাবে ২৪ ঘন্টার সেবা নিয়ে হাজীগঞ্জ স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের পথ চলা শুরু হয়েছে। ৫ মে সোমবার হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডে অত্যাধুনিক প্রযুক্তির আধুনিক মিশিন স্থাপনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়। যেখানে প্রান্তিক পর্যায়ে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত সর্বাধুনিক চিকিৎসা সেবার মান নিয়ে গড়ে উঠেছে হাসপাতালটি।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিনহাজুর রহমান তার স্বাগত বক্তব্যে বলেন, সিজারের তুলনায় নরমাল ডেলিভারিতে মা ও শিশুর স্বাস্থ্যসেবার সুরক্ষার লক্ষ্যে ডিপ্লোমা নার্সের সহায়তা অভিজ্ঞ ফ্যামিলি ডাক্তার সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে। তাছাড়া শিশু, মেডিসিন, হৃদরোগ, ডায়াবেটিস ডাক্তারের মাধ্যমে অন্যান্য সেবার সাথে ভেক্সিন সেবা চালু রয়েছে।
হাজীগঞ্জ স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের পরিচালক ইব্রাহিম খান রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাবু, সহ সভাপতি মিজানুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী নবীন হোসেন নিশান প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৫ মে ২০২৫