চাঁদপুর হাজীগঞ্জে শ্রেণি কক্ষে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত ৫ অক্টোবর হাজীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেছে শিক্ষার্থীর মা। যার মামলা নং ৬।
উপজেলার কালোচো নেছারাবাদ সালেহিয়া ফাযিল মাদ্রাসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ শাহজালাল (৩০) দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছে।
সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর সকালে এই শিক্ষক মাদ্রাসা রুমে শিশু শিক্ষার্থীর বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ করেন মেয়েটির মা।
মেয়ের মা অভিযোগপত্রে দাবি করেন আপোষ মিমাংসার চেষ্টা করে ঘটনার কালক্ষেপন করে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কয়েকবার ব্যবস্থা নেয়ার কথা বললেও মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা নাজিমউদ্দিন এ বিষয়ে কোন কর্ণপাতই করেন না।
অভিযুক্ত শিক্ষক হাফেজ মো.শাহজালাল শরীয়তপুর জেলার সখীপুর উপজেলার হামিদ মুন্সি কান্দি গ্রামের ইউসুফ মালের ছেলে।ঘটনার জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আবদুর রশিদ জানান, অভিযোগ পাওয়ার পর থেকে অভিযুক্ত শিক্ষককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১৩ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur