হাজীগঞ্জ

হাজীগঞ্জে দু’শিশুর মৃতদেহ উদ্ধার : হাসপাতাল ভাংচুর, আটক ১

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২টায় হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর হাজী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃতদেহ উদ্ধার হওয়া দুই শিশু এনায়েতপুর হাজী বাড়ীর কামাল হোসেনের ছেলে জিহাদ (৫) ও মোস্তফা কামালের ছেলে শাওন ( ৪)।

উদ্ধার হওয়া দুই শিশুকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর বশির আহম্মদ ও কর্তব্যরত চিকিৎসক সুলতানা রাজিয়া তাদের মৃত ঘোষণা করেন।

মৃত জিহাদের বাবা কামাল হোসেন বলেন, ‘সকালে শাহরাস্তির বোস্তা গ্রামে দাওয়াত খেয়ে সবাই বাড়িতে আসি। দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে জিহাদ ও শাওন পুকুরের ঘাটলায় গিয়ে খেলার চলে পানিতে ডুবে মারা যায়।’

জানতে চাইলে তিনি বলেন, ‘হাসপাতাল ভাংচুরের ঘটনায় আমাদের কেউ জড়িত ছিল না।’

এদিকে মৃত ঘোষণার পর পরই উৎসুক জনতা হাসপাতালে ভাংচুর ও কর্তব্যরত চিকিৎসকদের লাঞ্ছিত করে।

স্বাস্থ্য কর্মকর্তা আলী নুর বশির আহম্মদ বলেন, ‘হাসপাতালে হামলাকারীরা একটি ইসিজি মেশিন নিয়ে গেছে। আর ভাংচুরের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। হাসপাতালের পক্ষ থেকে মামলা করা হয়েছে।’

হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, ‘হাসপাতাল ভাংচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে মজিবুর রহমান নামের একজনকে আটক করা হয়েছে।’

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ৬: ০০ পিএম, ৪ মে ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Share