হাজীগঞ্জে দুর্বৃত্তের আগুনে পুড়ে গেছে যুবলীগ নেতার আয়ের একমাত্র হ্যান্ডট্রলি গাড়ি। ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটায় এবার হাজীগঞ্জ থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের সদস্য আবু ইউসুফ এর হ্যান্ডট্রলিতে দূবৃত্তরা আগুন ধরে দেয়। এতে ২টি চাকা, ৩টি বেইল, ইঞ্জিন, গ্রিয়ার বক্সসহ গাড়ির অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি পুড়ে যায়। প্রাথমিক ভাবে ধারনা করা হয় প্রায় লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
ঘটনাটি বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টায় ওই ইউনিয়নের ব্রাম্মনীচোঁয়া গ্রামের ব্রিজের উপর ঘটেছে।
গাড়ির মালিক আবু ইউসুফ জানান, এর পূর্বেও ৩ বার গাড়িটির উল্লেখিত যন্ত্রপাতি জ্বালিয়ে দেয় দূবৃত্তরা। ওই সময় প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এরই ধারাবাহিকতায় বুধবার পূনরায় গাড়িটি জ্বালিয়ে দেয়। এইবার পুরোপুরি ইঞ্জিনসহ সকল যন্ত্রপাতি পুড়ে ছাঁই হয়ে যায়।
তিনি আরো বলেন, ওই সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন গাজী ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু নাসের সুমনসহ অন্যান্যদের বিষয়টি অবহিত করা হয়।
বুধবারের গভীর রাতের এমন ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন উল্লেখিতরা।
এ ঘটনায় গাড়ির আবু ইউসুফ বাদী হয়ে হাজীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়রের করেছেন।
প্রতিবেদক :জহিরুল ইসলাম জয়,১৫অক্টোবর ২০২০