Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে রসুইঘর পুড়ে ছাই
agun00
প্রতীকী ছবি

হাজীগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে রসুইঘর পুড়ে ছাই

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা গ্রামে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের আগুনে একটি রসইঘর পুড়ে চাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাকিলা বেপারী বাড়ির মৃত ছেরাজুল হকের ছেলে মুকবুল মিয়ার রসই ঘরে গত রোববার রাত ২টার দিকে কে বা কারা কেরোসিন তৈল ছিটে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের বিতরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনের শিখা দেখে বাড়ির লোকজন এসে তা নিয়ন্ত্রণ করার পূর্বেই সব পুড়ে যায়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মুকবুল মিয়া বলেন, ‘বাড়ির চলাচলের রাস্তা নিয়ে বাড়ির ইদ্রিস মিয়ার ছেলে শুকু গংদের সাথে গত ৬ মাস ধরে বিরোধ চলে আসছে। শুকু ও তার ভাই সিরাজ ও মোস্তফা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু তাহেরের পরামর্শে এ ঘটনা ঘটতে পারে।’

স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবু তাহের বলেন, ‘তাদের বিষয়টি নিয়ে কয়েকবার শালিশ বৈঠক হলেও সমাধানে না আসায় উভয়ের মধ্যে বিরোধ চলতে থাকে। আমরা এখনো সমাধানের চেষ্টা করে আসছি। তবে ঘটনাটি পুরোপুরি রহস্যজনক মনে হচ্ছে।’
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট
।। আপডেট : ১২:৩০ এএম, ২২ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার
ডিএইচ