Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের মতবিনিময়
দুর্ঘটনা

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের মতবিনিময়

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন, মালিক, ড্রাইভার ও শ্রমিকদের নিয়ে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে হাজীগঞ্জ থানায় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ (পিপিএম) বার।

এ সময় তিনি পরিবহণ শ্রমীকসহ এখাতে জড়িত সবাইকে অগ্রাধিকারের ভিত্তিতে আইনি সহায়তা পাবেন বলে ঘোষণা দেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ড্রাইভারদের আরো মননিবেশ হয়ে গাড়ী চালাতে হবে। সেই সাথে করোনা প্রতিরোধে যাত্রীদের মুখে মাস্ক ব্যবহব্যবহার বাধ্যতামূলক বলে মানার আহবান জানান।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার ট্রাফিক ইনচার্জ (টি আই) মো. জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) ইব্রাহীম খলিল।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সড়ক পরিবহণের সভাপতি বাবুল মিজি, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী,  যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ হোসেন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনসহ শ্রমীক সংঘঠনের নেতৃবৃন্দ। 

প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়, ২২ জানুয়ারি ২০২২