চাঁদপুরের হাজীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে দুই ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত।
১৩ মার্চ রোববার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের আদালতে কারাদন্ড প্রাপ্তরা হলেন, হাজীগঞ্জ বাজারের বসুন্ধরা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক জাকির হোসেন মিয়াজী ও পাতানিশ বাজারের খান ভ্যারাইটিজ ষ্টোরের মালিক গোলাম মোস্তফা খান।
জানা যায়, ২০২০ সালের ২৬ নভেম্বর খাদ্য নিরাপদ আইনে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সামছুল ইসলাম রমিজ বাদী হয়ে নিরাপদ খাদ্য আইনের ২০০০ (৩৩) এর ধারা হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী বসুন্ধরা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর মালিক মো. জাকির হোসেন মিয়াজীর বিরুদ্ধে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
অপরদিকে উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ বাজারে খান ভ্যারাইটিজ ষ্টোরের মালিক মো. গোলাম মোস্তফা খান এর বিরুদ্ধে একই বছরের ২৬ নভেম্বর মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদ, সংরক্ষন ও বিক্রয়ের অভিযোগে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর (২৯) ও (৩৯) ধারা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক বাদী হয়ে একই আদালতে মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘ ১ বছর ৪ মাস বিচারাধীন থাকার পর বিজ্ঞ আদালত রোববার রায় প্রদান করেন। আদালতের রায়ে দোষী দুই ব্যবসায়ীকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। ওই দিন আসামীদের উপস্থিতে রায় প্রদান করেন আদালত।
তবে আসামিরা একই দিন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামাল হোসাইন এর আদালত থেকে উচ্চ আদালতে আপিল করার শর্তে জামিন নেন। আগামী ২১ মার্চের মধ্যে উচ্চ আদালতে আপিল করার জন্য নির্দেশনা দেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়, ১৪ মার্চ ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur