হাজীগঞ্জ

হাজীগঞ্জে দফায় দফায় সংঘর্ষ : ৪ ঘন্টা ভোটগ্রহণ স্থগিত

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। বিকাল ৪টায় পুনরায় ৩০ মিনিটের জন্য উপস্থিত ভোটারদেরকে ভোট প্রদানের সুযোগ দেয়া হয়।

সংঘর্ষ হওয়া কেন্দ্রগুলি হচ্ছে পৌর ৪নং ওয়ার্ড আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কেন্দ্র, রামকৃষ্ণ আশ্রম, ২নং ওয়ার্ড বলাখাল জেএন উচ্চ বিদ্যালয়।

এর মধ্যে ৪নং ওয়ার্ডের একাধিক ভোটার জানায়, টেবিল ল্যাম্প প্রতীকের আলম বেপারী (ইসলামী আন্দোলন), উট প্রতীকের তাজুল ইসলাম (যুবলীগ), পাঞ্জাবী প্রতীকের হেদায়েত উল্যাহ (আওয়ামী লীগ) প্রার্থীদের সমর্থকদের মধ্যে কেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে প্রায় ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এ ঘটনায় কেন্দ্রটিতে বেলা ১২টা থেকে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ স্থগিত রাখার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে নির্ধারিত সময় শেষ হওয়া সত্ত্বেও উপস্থিত ভোটারদের ভোট প্রদানের সুবিধার্থে ৪ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুযোগ করে দেয়া হয়।

তবে এ সংঘর্ষে হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া ৫ নং ওয়ার্ডের স্বামী বিবেকানন্দ কেন্দ্র, আশ্রম, ২নং ওয়ার্ডের জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আশ্রম কেন্দ্রটি ২ ঘন্টার জন্য ভোটগ্রহণ স্থগিতের পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

২নং ওয়ার্ডের জেএন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসার মো. সরোয়ার জাহান, ৯ নং ওয়ার্ডের এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়……….

বিস্তারিত আসছে….

Share