চাঁদপুরে এ প্রথম তেল ছাড়া খাবার ও বিশুদ্ধ পানিতে খাবার পরিবেশনে হাজীগঞ্জ ওয়েল ফ্রি ফুড রেস্টুরেন্টের যাত্রা শুরু হল।
২৯ অক্টোবর বৃহস্পতিবার হাজীগঞ্জ টাওয়ারের ২য় তলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া রেস্টুরেন্টটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমাদ আলী ওয়াক্ফ এস্টেটের (ভারপ্রাপ্ত) মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, আহমাদ আলী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ শাওন, হুমায়ুন আহমেদ পাটওয়ারী প্রমুখ।
হোটেল সম্পর্কে মতামত পেশ করেন হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএম চিশতী ও মহিউদ্দিন আল আজাদ।
সব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২৯ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur