উপজেলা সংবাদ

হাজীগঞ্জে তিন শিশুকে খড়ের গাঁদায় বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় তিন শিশুকে বেঁধে নির্যাতনের ঘটনায় মামলা নিয়েছে হাজীগঞ্জ থানা।

ভুক্তভোগী শিশু সিয়ামের বাবা মো. বিল্লাল হোসেন শনিবার দুপুরে শিশু নির্যাতন আইনে সবজি ব্যবসায়ী মিজানুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন পৌরসভাধীন কংগাইশ গ্রামের পাল পুকুরিয়া বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে মো. মিজানুর রহমান (৪৮) ও তার স্ত্রী জোসনা বেগম (৩৭)।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রবিউল হককে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় অধিবাসী ও থানায় মামলার সূত্রে জানা গেছে, ফসলি জমি থেকে আলু চুরির অভিযোগে সবজি ব্যবসায়ী মিজানুর রহমান বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিন শিশুকে বাড়িতে নিয়ে খড়ের গাদার সঙ্গে বেঁধে রাখেন।

তিন শিশু হলো এনায়েতপুর গ্রামের বিল্লালের ছেলে সিয়াম (১১), একই গ্রামের মাঈনুদ্দিনের ছেলে জিদান (১২) ও সিয়ামের খালাতো বোন সদর ইউনিয়নের মাতৈন গ্রামের সুবর্ণা আক্তার (১১)।

এ বিষয়ে বৃহস্পতিবার স্থানীয় ও জাতীয় অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, তিন শিশুকে নির্যাতনের ঘটনায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এসেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরার চেষ্টা চলছে।

নিউজ ডেস্ক || আপডেট: ১১:২৫ এএম, ১৭ জানুয়ারি ২০১৬, রোববার

এমআরআর  

Share