উপজেলা সংবাদ

হাজীগঞ্জে তিন দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রোববার হাজীগঞ্জ বাজারের ৩টি দোকানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট শেখ মুর্শিদুল ইসলাম অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের কারণে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় হাজীগঞ্জ বাজারের উত্তর পাশে চিটাগাং বেকারী ও চিটাগাং কনফেকশনারীতে অভিযান চালিয়ে বিএসটিআই’র অনুমোদন না থাকায় ১৯৮৫-এর ৩২ নং দন্ডবিধি অনুযায়ী উভয় দোকানের ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়াও হর্কাস মার্কেটের শেষ মাথায় মোরগ বাজারের দোকানদার আলমের ডিজিটাল মিশিন ব্যবহার না করে বাটখারা দিয়ে ওজন মাপার কারণে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চিটাগাং বেকারীর মালিক পৌর এলাকার টোরাগড় গ্রামের মাহফুজুর রহমান ও চিটাগাং কনফেকশনারীর মালিক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাসুদ রানা। তারা দীর্ঘদিন বিভিন্ন সময় কর ফাঁকি দিয়ে বাজারে বিএসটিআই’র অনুমোদন ছাড়াই বিভিন্ন এলাকায় মালামাল বাজারজাত করে আসছে।

এসব নানা অনিয়মের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম সরেজমিনে এসে উভয় দোকানে ৭ হাজার করে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

||আপডেট: ০৬:০৩ অপরাহ্ন, ১৩ মার্চ ২০১৬, রোববার

এমআরআর

Share