হাজীগঞ্জের এক দম্পতি গত এক বছর ধরে ঢাকা শহরে মিরপুর এলাকায় বসবাস করে আসছেন। স্বামী সাইফুল ইসলাম কাজ করেন রাজমিস্ত্রি আর স্ত্রী’করেন গার্মেন্টসে। তাদের দুই মেয়ের মধ্যে ৮ বছরের তানিয়া আক্তার হচ্ছে ছোট মেয়ে।
গত ২৯ ফেব্রুয়ারি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩ নং কালঁচো মাড়কী গ্রামে তাদের নিজ বাড়ীতে বড় মেয়েকে পাঠিয়ে দেয় বাবা। সেই দিন বড় মেয়েকে বিদায় দিয়ে মাও চলে যায় গার্মেন্টসে। বাবা মা দুইজনে কাজ শেষে একসাথে বাসায় এসে দেখে তাদের ৮ বছরের ছোট মেয়ে তানিয়া নিখোঁজ। সেইদিন রাতে মিরপুর মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে গিয়ে নিখোঁজ ডায়েরি দায়ের করে বাবা সাইফুল ইসলাম।
তার পর পরই দেশে করোনা ভাইরাসে লকডাউনে পড়ে। কিন্তু বাবা মা আজও সন্তানের পথ চেয়ে অপেক্ষায় প্রহর গুনছে। ৮ বছরের মেয়েটি শ্যামলা রংয়ের দেখতে, বাবা মার নাম ছাড়া সঠিক ঠিকানা বলতে পারবে না। তাই যদি কেউ খোঁজ পেয়ে থাকে তাহলে বাবা সাইফুল ইসলাম এর মোবাইল নং- ০১৮৪৬৪৯৩২৯৩ যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১৯ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur