হাজীগঞ্জে ডাব পাড়াকে কেন্দ্র করে প্রবাসীর স্ত্রীর ওপর হামলা

চাঁদপুরের হাজীগঞ্জে ডাব পাড়াকে কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রী’র উপর হামলার অভিযোগ পাওয়া যায়। ঘটনাটি শনিবার সকালে উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের মহাব্বতপুর গাজী বাড়িতে ঘটেছে।

অভিযোগ ও সরেজমিন সৃত্রে জানাযায়, মহাব্বতপুর গাজী বাড়ীর মৃত খলিলুর রহমানের একলা বাড়ীতে বসবাস করে আসছে ৭ সন্তান। তার মধ্যে ছোট ছেলে প্রবাসী মো. সামাদ গাজীর বসতঘরের সামনে নারকেল গাছ থেকে জোরপূর্বক ডাব পাড়ছেন ভাসুর মো. মানিক মিয়া (৪৮)।

বসতঘরের সামনে ডাব পাড়তে দেখে প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার (২৬) ভাসুরকে ডাক দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ভাসুর মানিক মিয়া গালিগালাজ শুরু করে দৌড়ে এসে তর্কাতর্কিতে লিপ্ত হয়। পাশে মানিকের স্ত্রী এক হয়ে প্রবাসীর স্ত্রী তানিয়াকে কাঠ দিয়ে মারতে থাকে। মানিকের হাতে থাকা দ্যা দিয়ে কোপ দিলে মাথা থেকে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে যায় তানিয়া আক্তার। এ দৃশ্য চোখে সামনে দেখে বেড়াতে আসা তানিয়ার মা মেয়েকে তুলতে গেলে সেউ আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতা প্রবাসীর স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার ৬ টি সেলাই দেওয়া হয়। এসময় প্রবাসীর স্ত্রীর গলার স্বর্ণের হার নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার বলেন, আমার স্বামী বিদেশ থাকার সুযোগে বাড়ীর বিভিন্ন সম্পত্তি ও ফল ফলাদি গাছ জোরপূর্বক ভোগ দখল করে আসছেন ভাসুর মানিক মিয়া। আমি ছোট দুই সন্তান নিয়ে ভয়ে সব সময় চুপ করে থাকি। ঘটনর দিন আমার ঘরের সামনে নারকেল গাছ থেকে ডাব পাড়া শুরু করে।আমি ডাক দিলে তার স্ত্রী আকলিমা বেগম মিলে আমার মাথায় রক্তাক্ত জখম করে। আমি কোন কূলকিনারা না পেয়ে স্বামীর পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

বাড়ীর আরেক বড় ভাইয়ের স্ত্রী বিধবা শেফালী বেগম বলেন, নারকেল গাছ যৌথভাবে সবাই মালিক। ঘটনার দিন আমার দেবর ও ভাবি ছোট ভাই প্রবাসী সামাদের স্ত্রী’র উপর হামলা করেছে এটা ঠিক করে নাই।

হামলাকারী মানিক মিয়া ও স্ত্রী আকলিমার খোজে বাসায় গিয়ে না পেয়ে মেয়ে জান্নাত বলেন, আমার বাবা মারেনি তবে মায়ের লাটির আঘাতে চাঁছি তানিয়া যখমপ্রাপ্ত হয়েছে। এখন শুনেছি তারা মামলা করেছে তাই বাবা মা বাড়ীতে নেই।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, উভয় পক্ষ আমাকে জানিয়েছেন তবে যেহেতু মামলা হয়েছে এ বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় সমাধান হবে।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ১৩ সেপ্টেম্বর ২০২৫