চাঁদপুরের হাজীগঞ্জে আলোচনা সভা, দোয়া-মাহফিল, ফিতা ও কেক কেটে ডক্টরস্ সিটি স্ক্যান এন্ড স্পেশালাইজড ডায়াগণস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মাহমুদা বেগমের সভাপতিত্বে সোমবার (১৮ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় পেট্টোল পাম্প সংলগ্ন মনির ম্যানশনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সিটি স্ক্যান এন্ড স্পেশালাইজড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়।
বক্তব্য রাখেন, ডক্টরস্ সিটি স্ক্যান এন্ড স্পেশালাইজড ডায়াগণস্টিক সেন্টারের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল আলম রুবেল, ড. মো. রাইসুল ইসলাম রুবেল ও স্বাগত বক্তব্য রাখেন, পরিচালক ডা. শাহরিয়ার সোহেল।
পরিচালক মো. ফরহাদ হোসেনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত প্রমুখ। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মুফতি মো. আব্বাস আলী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য গাজী নাসির চৌধুরী। এসময় ডক্টরস্ সিটি স্ক্যান এন্ড স্পেশালাইজড ডায়াগণস্টিক সেন্টারের পরিচালক ডা. সৈয়দ তাবারুকুজ্জামান তামিমসহ অন্যান্য অতিথিবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, ১৮ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur