হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের আয়োজনে বাস, সিএনজি, অটোরিক্সাসহ গণপরিবহনের সামনে লিফলেটে নো মাস্ক, নো পেসেঞ্জার প্রচারণা শুরু হয়েছে।
বুধবার হাজীগঞ্জ বিশ্বরোডে গণপরিবহনের চালকদের সাথে করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় পেসেঞ্জারদেরও মাস্ক ব্যবহারে বাধ্যতামূলক থাকার নির্দেশনা দেওয়া হয়। চাঁদপুর পলিশ সুপারের নির্দেশনায় নো মাস্ক, নো পেসেঞ্জার লিফলেট ও চালকদের মূখে মাস্ক পরিধানের মাধ্যমে কার্যক্রমটি উদ্বোধন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. আফজাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টি আই) মো. জাহাঙ্গীর আলম, সার্জেন্ট আল নাহিয়ান, সার্জেন্ট এমদাদ হোসেন ও ট্রাফিক বশিরউদ্দিন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়, ৪ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur