চাঁদপুর হাজীগঞ্জে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক বৃদ্ধ ভিক্ষুকের মৃত্যু হয়েছে। ৬ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টায় হাজীগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন সকালে বালু মহালের দিকে একটি ট্রাক (নং- ঢাকা মেট্রো ড ১১-৭০৬৩) যাওয়ার সময় অজ্ঞাত ভিক্ষুককে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সেলিম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ভিক্ষুকের মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নিয়ে আসে। এই সংবাদ লেখা পর্যন্ত ভিক্ষুকের পরিচয় পাওয়া যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৬ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur