চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহারের নির্দেশনায় সোমবার ও মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩০ অবৈধ ট্রাক্টর জব্দ করেছেন হাজিগঞ্জ থানা পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহআলমের নেতৃত্বে দু’দিনে পুলিশ বিভিন্ন স্থান থেকে এ ট্রাক্টরগুলো জব্দ করে।
উপজেলার রামগঞ্জ সড়কের সেন্দ্রা, বেলচোঁ, হাজীগঞ্জ-চৌমুহনী সড়কের ধড্ডা, চাঁদপুর-কুমিল্লাা মহাসড়কের বলাখাল, বাকিলা, এনায়েতপুর সড়কের ধোপল¬া, মোহম্মদপুর এলাকা থেকে ওই ট্রাক্টরগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহআলম।
পুলিশ সুপার শামসুন্নাহারে নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে। এর জন্য কোনো তদবিরই কাজ হবে না বলে জানান তিনি।
জেলার বিভিন্ন সড়কে বেপোরোয়াভাবে ট্রাক্টর চলাচলে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধেই এ নির্দেশ প্রদান করেছেন পুলিশ সুপার।
চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার জানান, ‘অন্য কোনো জেলায় কিভাবে ট্রাক্টর লরি চলাচল করে তা’ আমার জানার বিষয় নয়। আমি চাঁদপুরের সকল উপজেলায় অবৈধ ট্রাক্টরগুলো সড়কে চলাচল বন্ধে দু’বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছি। অতীতে যেভাবে দৈনিক কোনো না কোনো স্থানে ট্রাক্টরের চাপায় মানুষ মরার খবর পেতাম । বর্তমান এ অভিযানে ঘাতক ট্রাক্টরগুলো থেকে মানুষের প্রাণ রক্ষা পাবে।’
প্রতিবেদ-জহিরুল ইসলাম জয়
।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ৪৫ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
এজি/এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur