চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় শিপন (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের বেলচোঁ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপন হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের সেন্দ্রা গ্রামের বেপারী বাড়ির মৃত দুলাল হোসেনের ছেলে। সে বেলচোঁ ফাজিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেল নিয়ে দু’বন্ধু বেলচোঁ বাজারের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে রামগঞ্জগামী বালুবাহী ট্রাক তাদের সাইলকেলকে চাপা দেয় এবং ঘটনাস্থলেই শিপন মারা যায়।
স্থানীয় বাসিন্দা নেওয়াজ শরীফ জানায়, শিপনের বাবা নেই। সংসারে মা আর দুই বোন রয়েছে। পড়ালেখার পাশাপাশি সে ইলেকট্রিক কাজ করে সংসারের চালাতো।
এদিকে উত্তেজিত জনতা কিছুক্ষন রাস্তা অবরোধ করে রাখে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
সর্বশেষ খবরে হাজীগঞ্জ থানার পুলিশ বালুবাহী ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে।
: আপডেট ০১:২০ পিএম, ১৮ মার্চ ২০১৬, শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur