হাজীগঞ্জ

হাজীগঞ্জে ট্রাকচাপায় বাক প্রতিবন্ধী নিহত

চাঁদপুর হাজীগঞ্জে দ্বাদশ গ্রাম ইউনিয়ন এ ট্রাকচাপায় বাকপ্রতিবন্ধী রাবেয়া খাতুন (৬৫) নিহত হয়েছে। মঙ্গলবার(১৬ এপ্রিল) সন্ধ্যায় বাকপ্রতিবন্ধী রাবেয়া খাতুনের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মঙ্গলবার(১৭ এপ্রিল) দুপুরে ওই ইউনিয়নের কাপাইকাপ গ্রামের প্রধানীয়া বাড়ি সংলগ্ন স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রাবেয়া খাতুন কাপাইকাপ প্রধানিয়া বাড়ির মৃত মোহাম্মদ আলীর মেয়ে।

ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল বলেন, প্রধানীয়া বাড়ি সংলগ্ন রাস্তায় সরকারি ভাবে সংস্কার কাজ চলছে। ওই সময় বাকপ্রতিবন্ধী রাবেয়া খাতুন ট্রাকের পেছনে চাপায় পড়ে মারা যায়। ঘাতক ট্রাকটি এলাকাবাসী আটক করে পুলিশে খবর দেয়।

হাজিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ) আব্দুর রশিদ ও উপ-পরিদর্শক একেএম মাহমুদুল হাসান কবির বলেন, প্রধানীয়া বাড়ির রাস্তার সংস্কার কাজ চলাকালীন সময় পার্শ্ববর্তী গৃহে থাকা বাকপ্রতিবন্ধী রাবেয়া খাতুন বেরিয়ে আসে। ওই সময় ট্রাক চালক দৃষ্টিগোচর হলে বাকপ্রতিবন্ধী রাবেয়া খাতুন ঘটনাস্থলে মারা যায়।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়
১৭ এপ্রিল,২০১৯

Share