Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে মারামারি
টিউবওয়েলের

হাজীগঞ্জে টিউবওয়েলের পানি নেওয়াকে কেন্দ্র করে মারামারি

চাঁদপুরের হাজীগঞ্জে আর্সেনিকমুক্ত টিউবওয়েলের পানি তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের লোক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে দেখা যায়। ২৮ মে মঙ্গলবার বিকালে উপজেলার ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামে ঘটেছে।

জানাযায়, রায়চোঁ ১ নং ওয়ার্ড নোয়া বাড়ী আর আমিরা বাড়ীর মধ্যেখানে সরকারি আর্সেনিকমুক্ত টিউবওয়েল। যেখানে সবাই খাবার পানি প্রতিনিহিত ব্যবহার করে আছে। মাঝেমধ্যে টিউবওয়েল নষ্ট হলে উভয় বাড়ীর লোকজন চাঁদা তুলে তা ঠিক রাখে। ঘটনার দিন কলের একটি নাট পড়ে যাওয়াকে কেন্দ্র করে ঘটে মারামারি।

আমিরা বাড়ীর মো. অরুণ মিয়া, তার বড় ভাই হারুন মিয়া ও সোহরাব হোসেন মিলে পাশ্ববর্তী নোয়া বাড়ীর দিনমজুর মনির হোসেন, তার স্ত্রী আমেনা বেগম, জাকির হোসেন, বাদল হোসেন ও সজিবকে পিটিয়ে গুরুতর ভাবে আহত করে।

পরে উভয় পক্ষের লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়।

আহত মনির হোসেন বলেন, সরকারি টিউবওয়েল তাদের বাড়ীর সামনে হওয়ায় অরুণ মিয়ারা সব সময় আমাদেরকে পানি নিতে বাধা দেয়। আমার স্ত্রী আমেনা পানি নিতে আসলে তাকে পিটেয়ে শরীরে আঘাত করে। আমি ও আমার ছেলে গিয়ে প্রতিবাদ করলে তার ভাইয়েরা মিলে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং আমার কাছে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনা আমি পুলিশকে জানিয়েছি এবং তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবো।

এদিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানার এস আই নাজিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা হাসপাতালে আহত দিনমজুর মনির হোসেন গংদের দেখতে যান। অভিযোগের আলোকে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৮ মে ২০২৪