হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টাইফয়েড জ্বর প্রতিরোধ টিকা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ১১ আগস্ট সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উক্ত ক্যাম্পিন সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।
আগামি প্রহেলা সেপ্টেম্বর থেকে টানা ১৮ দিন পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুদের মাঝে বিনামূল্যে এ টাইফয়েড টিকা প্রদান করা হবে। ইপিআই, স্বাস্থ্য কেন্দ্র, সকল শিক্ষা প্রতিষ্ঠানে দাপে দাপে এ টিকা কর্মসৃচি চলবে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএসও) ডা. তানভীর হাসানের সভাপতিত্বে ও হিসাবরক্ষক হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা নুরেআজম বীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার শিশির, সাধারণ সম্পাদক কামাল হোসেন ও উপজেলা স্যানেটারী অফিসার জসিমউদদীন প্রমুখ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/১১ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur