Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে টলী-সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ
হাজীগঞ্জে টলী-সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ

হাজীগঞ্জে টলী-সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজার মিঠানীয়া ব্রীজের উপর হ্যান্ডটলী সিএনজি ও মোটরসাইকেল ত্রীমুখী সংঘর্ষে ৬ জন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা আহতদের মিডওয়ে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং দূর্ঘটনা কবলিত গাড়ীগুলো সরিয়ে নিলে এর কিছুক্ষন পর পূনরায় যান চলাচল শুরু করে।

ঘটনার বিবরণে জানা যায়, সড়কের উপর দিয়ে বালি ভর্তি হ্যান্ডটলি চলাচলের সময় হঠাৎ পেছনের একটি চাকা ছুটে পড়ে। এতে পেছন দিক থেকে আসা সিএনজি ও সামনের দিক থেকে আসা মোটরসাইকেল দুর্ঘটনার কবলে পড়ে।

এসময় দু’টি যানের চালক ও যাত্রীরা রাস্তার পাশে আবার কেউ গাড়ীর ভিতরে পড়ে গিয়ে গুরুতর জখম হয়।

পরে আশে পাশের স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় মিডওয়ে হাসপাতাল ও আলীগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যায়।

গুরুতর আহতরা হলেন,উপজেলার পৌর টোরাগড় এলাকার শাহজাহান মিয়ার ছেলে ঝুটন (২১),একই এলাকার রশিদ খন্দকারের ছেলে পলাশ (২৫) ও ফরিদগঞ্জ উপজেলার বুলাচোঁ গ্রামের মৃত আ.রবের ছেলে মোশারফ হোসেনে (২৪)। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। তবে এদের মধ্যে ২ জনের অবস্থা বেগতিক দেখে কুমিল্লা প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]

Leave a Reply