হাজীগঞ্জ

হাজীগঞ্জে ঝড়ে লন্ডভন্ড ঘর বাড়ি : সড়কে গাছপালা ও দোকানপাট

হাজীগঞ্জে হঠাৎ ঝড় তুফানে গাছপালা, বসতঘর, দোকানপাট লন্ডভন্ড হওয়ার খবর পাওয়া যায়। শুক্রবার বিকাল ৫ টার দিকে হঠাৎকরে আকাশ কালো হয়ে ব্যাপক ঝড় বাতাস সুরু হয়।

কয়েকটা বাতাসের উচলায় সাধারন মানুষের বসতঘর ও দোকানপাটের বেড়া, টিনের চাল, এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে ফেলেছে। সেই সাথে গাছের ডাল পালা ভেঙ্গে বাড়ীর পথে, রাস্তাঘাট পড়ে থাকার খবর পাওয়া যায়।

এদিকে ঝড় বৃষ্টির পাশাপাশি শীল পড়ায় আবাদি ফসলের অনেক ক্ষতি হয়েছে বলে দেখা যায়।

খোজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ উপজেলা জুড়ে এই ঝড়ো বৃষ্টিপাত হয়েছে। এতে হাজীগঞ্জের বিভিন্ন সড়কের উপর গাছের ডাল ও দোকানের চাল বেড়া ভেঙ্গে পড়ে রয়েছে। যা পরবর্তী স্থানীয়রা অপসারণ করেছে।

এদিকে বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ফলে সচেতনমহল বসতঘরে আটকে থাকলেও প্রচন্ড় ঝড়ে এদের অনেকের বসতঘর ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৩ এপ্রিল ২০২০

Share