হাজীগঞ্জ

হাজীগঞ্জে ‘জুয়া খেলা অবস্থায়’ আটক ৩

চাঁদপুরের হাজীগঞ্জে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকালে পৌর এলাকার বিলওয়াই পরিত্যক্ত ঘরে ‘জুয়া খেলা অবস্থায়’ ৩ যুককে আটক করেছে হাজীগঞ্জ পুলিশ।

আটকৃতরা হলেন পৌর এলাকার খাটরা বিলওয়াই হাতেল আলী (৩২) এমরান হোসেন (৩০) ও মহিউদ্দিন (৩৮)।

পুলিশ জানায়, ‘উপপরিদর্শক (এসআই) সাহেদুল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ফখরুল হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।’

শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলামের ভ্রাম্যমান আদালতে তাদেরকে নেয়া হবে বলে জানায় পুলিশ।

এদিকে তাদেরকে থানা থেকে ছাড়ানোর জন্য একটি মহল জোর চেষ্টা চালানো খবর পাওয়া গেছে। তবে অফিসার ইনচার্জ মো. শাহআলম তদবীর গ্রহণ করেননি বলে জানান।

হাজীগঞ্জে ‘জুয়া খেলা অবস্থায়’ আটক ৩

About The Author

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ
Share