হাজীগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলনে স্মরণকালের উপস্থিতি কামনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী হাজীগঞ্জ উপজেলা ও পৌর কর্মী সম্মেলন ১১ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে ১০ জানুয়ারি শুক্রবার সর্বশেষ প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা দাবি করেন হাজীগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে স্মরণকালের উপস্থিতি কামনা করছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা প্রায় অধ্যলক্ষ উপস্থিতি হবে বলে বিশ্বাস করে সবাইকে সঠিক সময়ে যোগদানের আহবান জানান।

হাজীগঞ্জ পৌর জামায়াতের আমীর মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর মো. কলিম উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী শাহজাহান মিয়া। এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

উক্ত প্রস্তুতিমূলক সভায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ ও স্থানীয় ও জাতীয় পত্রিকার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১০ জানুয়ারি ২০২৪

Share