Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / গণঅভ্যুত্থান দিবসে হাজীগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
জামায়াতের

গণঅভ্যুত্থান দিবসে হাজীগঞ্জে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই ছাত্র জনতার গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ আগষ্ট মঙ্গলবার হাজীগঞ্জ বাজার এক বর্নাঢ্য গনমিছিল প্রদক্ষিন শেষে বিশ্বরোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহ সেক্রেটারি শাহরাস্তি হাজীগঞ্জ চাঁদপুর ৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন। এসময় তিনি বলেন, বিগত ১৬ বছরের ও বেশি সময় ধরে  জামায়াতে ইসলামী সহ এ দেশের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা, গুম, খুন, লুটতরাজ শুরু করে দিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ। তার কারনে তিলে তিলে সাধিত হয় জুলাই বিপ্লব।  জুলাই বিপ্লব সাধারন ছাত্রজনতার জীবনের বিনিময় আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ । এই জুলাই বিপ্লব অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো দলের কোন কোন নেতা জামায়াতে ইসলামীর আভ্যন্তরিন বিষয় যেমন বায়তুলমাল, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ সম্মন্ধে প্রশ্ন তুলছেন। আমরা ঐ দল ও নেতার নাম ধরে কথা বলতে চাই না। জামায়াত যেই গতিতে আগাচ্ছে, সেই গতিতেই আগাবে। তাঁরা ভুলে গেছেন অতীতের একটা ক্ষমতাসিন শক্তি জামায়াতের পিছনে লেগে জামায়াতের আভ্যন্তরিন বিষয়ে  নাক গলিয়ে, জামায়াতকে নিষিদ্ধ করে তারা পালিয়ে যেতে বাধ্য  হয়েছে। পালিয়ে প্রান রক্ষা করেছে স্বৈরাচার। এদেশের মানুষ আর স্বৈরাচার দেখতে চায় না। 

জামায়াতের বিরোধিতা করে যারা স্লোগান দিচ্ছেন, তারা দলীয় পদ হারাবেন। তাদেরকে দল থেকেও মানুষ প্রত্যাক্ষান করবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নাই, নিজের স্লোগান জনতার মাধ্যমে দেওয়া হবে। আমরা এখনো বলছি আগে সংস্কার পরে জাতীয় নির্বাচন দিন। অথচ স্বৈরাচার সরকারের মত একটি দল চাঁদাবাজি, মানুষের অর্থ লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। এমন দলকে কেউ আগামিতে ভোট দিবে না। একমাত্র জামায়াত ইসলামীকে দাঁড়ি পাল্লায় ভোট দিলে মানুষের মৌলিক অধিকার, জানমালের নিরাপত্তা থাকবে এবং ইসলামের আদর্শে এ নতুন বাংলাদেশ চলবে।

হাজীগঞ্জ পৌর জামায়াতের আমীর আবুল হাসানাত পাটোয়ারীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মীর হোসাইন, ছাত্রশিবির চাঁদপুর জেলার সাবেক সভাপতি ও বড়কূল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু জাফর সিদ্দিকী,হাজীগঞ্জ উপজেলা নায়েবে আমীর মোজাম্মেল হোসেন পরান, মাওলানা শরীফ হোসাইন, সেক্রেটারি জয়নাল আবেদীন, হাজীগঞ্জ পৌর সভার নায়েবে আমীর মাওলানা কবির হোসাইন,  সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/৫ আগস্ট ২০২৫