চাঁদপুরের হাজীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায়। প্রতিপক্ষের হামলার অভিযোগে একজনকে আটক করে পুলিশ।
ঘটনাটি উপজেলার ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপল্লা আমানউদ্দিন প্রধানীয়া বাড়ীতে শনিবার সকালে ঘটে।
নিহত আ. সালাম প্রধানীয়া (৩২) ঔ বাড়ির রবিউল আলম প্রধানীয়ার ছেলে। আজ শনিবার সকালে একই বাড়ীর মৃত আমির হোসেনের ছেলে কাউছার হোসেন তাদের জমিতে বালু ফেলে দেখে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কাদা মাটিতে পড়ে নিস্তব্ধ হয়ে যায় আ. সালাম।
এমন দৃশ্য দেখে বাড়ীর শাহআলম মিয়ার মেয়ে সোনিয়া আক্তার ডাক চিৎকার করলে বাড়ীর লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আ. সালমামকে মাটি থেকে তুলে উপজেলা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালের নিয়োজিত ডাক্তার আ. সালামকে দেখে মৃত ঘোষণা করেন। সম্পর্কে তারা চাচা ভাতিজা।
মৃত্যুর খবরে শোকাহত বোন মরিয়ম ও লাভলী বলেন, আমার ভাইকে কাউছার মেরে ফেলেছে। আমরা তার বিচার চাই।
প্রতিপক্ষ প্রবাসী কাউছারের স্ত্রী মরিয়ম বলেন, শনিবার সকালে কোন মারামারি হয়নি। সালাম মূলত স্ট্রোক করে মারা যায়।
বাড়ীর ইউসুফ আলী বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তাদের মধ্যে মামলা চলমান।
শনিবার সকালে কাউছার বিরোধকৃত ভূমিতে বালু ফেলে দেখে বাধা দেয় আ.সালাম। পরে শুনেছি
তাদের চাচাতো বোন সোনিয়া দেখেছে সালামকে গলা টিপে ধরে কাউছার হোসেন।
গত ৬ মাস আগে বিয়ে করা সালামের অন্তস্বত্বা স্ত্রী, দুই বোন ও অসুস্থ বাবা মা রয়েছে।
এদিকে ঘটনাস্থলে ছুটে যান হাজীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রংকজ কুমার দে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১ এপ্রিল ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur