Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে জনসমাগম রোধে একাধিক ব্যবসায়ীকে জরিমানা
হাজীগঞ্জে

হাজীগঞ্জে জনসমাগম রোধে একাধিক ব্যবসায়ীকে জরিমানা

হাজীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলছে লকডাউন। লকডাউন কার্যকরে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।

করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে দায়িত্বপ্রাপ্ত দুই ম্যাজিষ্ট্রেট।

বৃহস্পতিবার ২৩ এপ্রিল হাজীগঞ্জ বাজার,বাকিলা ও বলাখাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৈশাখী বড়ুয়া।

লকডাউনের সরকারি আদেশ অমান্য করা এবং অন্যান্য আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৈশাখী বড়ুয়া বলেন, লকডাউন বাস্তবায়নের লক্ষে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এই উপজেলার মানুষ যাতে করোনাভাইরাসের সংক্রমন থেকে রক্ষা পায় সে লক্ষে আমরা সরকারী নির্দেশনা পালন করে যাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) মো.আব্দুর রশিদ, টিআই আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয় ফোর্স।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২৩ এপ্রিল ২০২০