হাজীগঞ্জে জজের সরেজমিন তদন্তে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি অবসান

চাঁদপুরের হাজীগঞ্জে জজের সরেজমিন তদন্তে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তি অবসান ঘটেছে। ১১ জুলাই শুক্রবার চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ আব্দুল আলিম বিরোধকৃত সম্পত্তি স্থানীয় পরিদর্শন শেষ মামলার বাদী বিবাদী উভয় পক্ষকে একসাথে মিলিয়ে দিয়ে নজির সৃষ্টি করেছেন।

জানাযায়, হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচই দিঘি বাড়ীর বাদী নুরুল ইসলামের ছেলে খোরশেদ আলম এর সাথে একই বাড়ীর জহিরুল ইসলাম এর স্ত্রী রেহেনা বেগমের বিরুদ্ধে অগ্রক্রয়ের মামলা দায়ের করেন।

গতবছরের সেপ্টেম্বর মাসে বাদী খোরশেদ আলমের চাচা নজরুল ইসলাম গোপনে বিবাদী রেহেনা বেগমের কাছে ২৫ শতাংশ ভূমি বিক্রয় করেন। এতে জানাজানি হলে খোরশেদ আলম স্থানীয় সালিশ বসে সমাধান না পেয়ে চাঁদপুর জেলা জজ আদালতে তামাদি আইনের ৮ ধারায় অগ্রক্রয়ের মামলা দায়ের করেন।

মামলা চলাকালীন প্রায় ৯ মাস পর সিনিয়র সহকারী জজ আব্দুল আলিম সরেজমিনে গিয়ে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তি করেন। এতে মামলার বাদী খোরশেদ আলম আদালতে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মামলা উঠিয়ে নেওয়ায় প্রতিশ্রুতি দেন। এমন রায়ে উভয় পক্ষ মিলিত হয়ে একে উপরের সাথে এক সাথে চলাফেরার প্রতিশ্রুতি দেন।

এদিকে শুক্রবার সকাল থেকে উভয় পক্ষের স্থানীয় গন্যমান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, বড়কূল পূর্ব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর, স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন, ইউপি সদস্য নুর মোহাম্মদ, স্থানীয় দলিল লেখক শেখ ফরিদ প্রমুখ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,১১ জুলাই ২০২৫