চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ধড্ডা খাল পাড়ে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০ এপ্রিল সোমবার দিবাগত রাত দুইটার দিকে ধড্ডা খালপাড়ের বিসমিল্লাহ ডেকোরেটরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ছয় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-বিসমিল্লাহ ডেকোরেটর, আরিফ এন্টারপ্রাইজ, সুমাইয়া ফার্নিচার, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ, নাহিদ টেলিকম ও জুনায়েদ ডেকোরেটর।
এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো রিয়াদ ইলেকট্রনিক, জনি টেইলা্স ও ইকবালের হোটেল।
স্থানীয় ইউপি সদস্য ও নাহিদ টেলিকমের স্বত্বাধিকারী আলাউদ্দিন বলেন, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এই ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও স্থানীয় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিবেদক:মানরুজ্জামান বাবলু,২১ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur