Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি : সড়ক অবরোধ

হাজীগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের মারামারি : সড়ক অবরোধ

‎Sunday, ‎April ‎26, ‎2015 10:21:59 PM

জহিরুল ইসলাম জয় :

হাজীগঞ্জে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির সভা চলাকালে ছাত্রলীগের দু’পক্ষের মাঝে চরম মারামারি বাধে।

রোববার বিকেলে হাজীগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজে নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনাসভায় যখন প্রধান অতিথির বক্তব্য চলছিল তখনই সভাস্থলের পেছনে এ ঘটনা ঘটে।

জানা যায় পূর্বের শত্রুতার রেশ ধরে টোরাগড়ের মিঠু কাজীর ছেলে ও হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী আলী আজ্জম মিয়ার ছেলে জাকির হোসেন সোহেলের হঠাৎ হাতাহাতি শুরু হয়। পরে ছাত্রলীগের অন্যান্য আরো ১৫/২০ জন আলাদাভাবে সংর্ঘষের রূপ নিলে আওয়ামী ও যুবলীগের নেতা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এমপির সভা শেষে ঘটনাস্থল ত্যাগ করার পর পরই হাজীগঞ্জ বাজারে আবারো দু’পক্ষের মাঝে মারামারি সৃষ্টি হয়। এ সময় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বেশ কিছু যানবাহন ভাংচুর হয় এবং ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করতে দেখা যায়।

বাজারের সাধারণ ক্রেতাদের দৌড়াদৗড়িতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হাজীগঞ্জ বাজার প্রায় আধাঘণ্টার মতো ছাত্রলীগ নেতা-কর্মীরা অবরুদ্ধ রাখার পর পরে পুনরায় যান চলাচলসহ দোকানপাট খুলে পরিশ্চিতি স্বাভাবিক হয়।

এমআরআর/এবিআর/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes