কুমিল্লা থেকে হাইচ গাড়ীতে ছড়ে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছে আন্তঃজেলা চোরের ৪ সদস্য। ১৭ জুন বুধবার ভোর রাতে চাঁদপুর- কুমিল্লা মহাসড়কের এনায়েতপুর নামক স্থানে তাদেরকে আটক করে জনতা।
স্থানীয়রা জানান,১৭ জুন বুধবার ভোর রাতের দিকে এনায়েতপুর যাত্রী ছাউনির পাশে গোলাম টেলিকমে চুরির প্রস্তুতিকালে তারা আটক হয়।
হাজীগঞ্জ থানার পুলিশ দোকানের মালিক মোঃ মহসিন বেপারীকে বাদী বরে ৪ চোরের বিরুদ্ধে মামলা আমলে নিয়ে তাদেরকে জেলে প্রেরন করেন।
আটকৃত চোর মোঃ জয়নাল আবেদীন(৩৫) পিতা- মোঃ মমিন হোসেন, সাং উলুইন, উত্তর পাড়া, নতুন বাড়ী, কুমিল্লা সদর দক্ষিন থানা। মোঃ শামীম মিয়া(২২) পিতা- মোঃ শফিক মিয়া, সাং- রায়পুরা, দক্ষিন পাড়া, ভুইয়া বাড়ী, কুমিল্লার দাউদকান্দি উপজেলা। মতিন মিয়া(২৫) পিতা- মৃত রবিউল মিয়া, চাঁদপুরে কচুয়া উপজেলার পনশাহি গ্রাম। মোঃ সফি(২৮) পিতা- মৃত সিরাজ মিয়া, ৩নং হাউজিং এস্টেট, বুড়ির বাড়ী, হুজুরের গলি, লাউয়া দীঘির মাঠের দক্ষিন পাশে কুমিল্লার কোতোয়ালী থানায়। উক্ত চোরদের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের প্রেরন করা হয়।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,১৭ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur