Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে চাল নিয়ে রাতভর অভিযান : তদন্ত কমিটি গঠন
হাজীগঞ্জে

হাজীগঞ্জে চাল নিয়ে রাতভর অভিযান : তদন্ত কমিটি গঠন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২নং বাকিলা ইউনিয়ন পরিষদ কার্যালয় রাতভর অভিযান পরিচালনা করেন প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের নেতৃত্বে অভিযানটি হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে এক দিনের মধ্যে রিপোর্ট প্রকাশের নির্দেশ প্রদান করেন।

বুধবার দিবাগত রাতে চাল নিয়ে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটোয়ারী ব্যক্তি উদ্যোগে ৩০০ প্যাকেট উপহার সামগ্রী প্রস্তুতের কাজ চলছিল। এ নিয়ে প্রশাসন ও স্থানীয় জনতার রোষানলে পড়েন ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটোয়ারী।

জানা গেছে, রাতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ কেজি চাল, ১ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি ছোলাসহ ৩০০ প্যাকেট প্রস্তুতের কাজ চলছিল। ওই সময় আফজাল হোসেন ও হাজিগঞ্জ থানা পুলিশের হানা।

মুহূর্তের মধ্যেই বাকিলা বাজার স্থানীয় উৎসব জনতার ভিড়।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে এসে রাতে ইউনিয়ন পরিষদের কার্যালয় ও এর পাশাপাশি আরো একটি স্থানের চালের সন্ধান পাই। বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি রাতে ঘটনাস্থলে এসে যাচাই-বাছাই করেন।’

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন,‘সরকারিভাবে শুধুমাত্র চাউল দেওয়া হয়। এখানে রাতে চেয়ারম্যান নিজস্ব অর্থায়নে ৩০০ পরিবারের জন্য উপর সামগ্রী প্রস্তুত করেছিলেন। বিষয়টি আরো স্বচ্ছভাবে যাচাই-বাছাই করতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে এক দিনের মধ্যে রিপোর্ট প্রকাশের নির্দেশ প্রদান করা হয়েছে।’

ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান পাটোয়ারী বলেন, ‘আমাকে অপমান ও লাঞ্চিত করতে প্রতিপক্ষ ষড়যন্ত্র করছিল। আমার নিজস্ব অর্থায়নে মধ্যবিত্তদের মাঝে রাতে পণ্য পৌঁছে দিতে প্যাকেট প্রস্তুতের কাজ চলছিল। ভুল বুঝে প্রশাসনকে খবর দেয়া হয়।’

তিনি আরো জানান,’ইতোমধ্যে সরকারিভাবে ইউনিয়ন পরিষদের সহস্রাধিক ও ব্যক্তি উদ্যোগে দুই শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি।’

প্রতিবেদক:মনিরুজ্জামান বাবলু,১৬ এপ্রিল ২০২০