হাজীগঞ্জ

হাজীগঞ্জে চার বছরে ৪০ কোটি টাকার কাজ করেছি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল-আলম লিপনের মেয়াদকালের চার বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে
১৭ ফেব্রুয়ারি সোমবার বিকালে পৌর ভবন প্রাঙ্গণে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দদের মাঝে উন্নয়ন অগ্রযাত্রার ৪ বছর নামে একটি স্মরণিকা তুলে দেয়া হয়।

মেয়র লিপন অনূভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, দলের সিদ্ধান্ত ও জনগণের ভালবাসা পেলে আবার সেবা করার সুযোগ পাবো। আর না পেলে কাজের আনন্দগুলো স্বরণ করে বাকী জীবন চলবো।

তিনি আরো বলেন, প্রায় ৪০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। চলতি বছর আরো ১০ কোটি টাকার উন্নয়নমুলক কাজ হবে বলে আশাবাদী।

পৌর কর কর্মকর্তা আবু ইউসুফ বলেন, এই আমলে ৩ তারিখের মধ্যে বেতন পেয়েছি।

পৌর সচিব নুরে আজম শরীফের উপস্থাপনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, জেলা আওয়ামীলীগের সদস্য হারুনুর রশিদ মুন্সীসহ পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

স্পেশাল করেসপন্ডেট

Share