চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিভিন্ন চালের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রোববার ২২ মার্চ বিকালে নির্ধারিত মূল্যের বেশি মূল্য রাখা, চাল ও সার একসাথে রাখা এবং সঠিক মূল্য তালিকা না থাকার অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
প্রতিষ্ঠানগুলো হলো নিউ আরাফাত ট্টেডার্স ৩০ হাজার, মেসার্স জামাল ব্রাদার্স ৩০ হাজার, মেসার্স নুর এ ট্রেডার্স ২০ হাজার ও মেসার্স ফজলুল হক ১৫ হাজার টাকা।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর আওতায় চাউলের আড়তগুলোতে অভিযান চালানো হয়।
সকল ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রেখে দেশের এই পরিস্থিতিতে একটু হলেও অবদান রাখুন। মানুষকে না ঠকিয়ে উপকার করুন।
স্পেশাল করেসপন্ডেট,২২ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur