চাঁদপুরের হাজীগঞ্জে চার ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ ফেব্রুয়ারী সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকিরিয়া হোসেন।
জরিমানা করা চার ইটভাটা গুলো হচ্ছে হাজীগঞ্জ- রামগঞ্জ সড়কের পাশে অবস্থিত মেসার্স সেলিম ব্রিকস, রনি ব্রিকস, অনি ব্রিকস ও অলিপুর শিমুল ব্রিকস। তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘জরিমানা করা ইটভাটাগুলোকে আগামী দুই মাসের মধ্যে জিকজাক ইটভাটায় রূপান্তর করতে বলা হয়েছে। সেই সাথে কৃষি জমির বাহিরে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুতের কথা বলা হয়েছে।
এদিকে অলিপুর ইট ভাটার সত্ত্বাধিকারী শিমুল কোম্পানি বলেন, আমার ভাটা গত কয়েক বছর বন্ধ ছিল। কাগজপত্র ঠিক করে নানা প্রতিকূলতা উপেক্ষা করে এ বছর চালু করেছি। এর মাঝে এতো বড় ধাক্কা খেয়ে সামনে প্রতিষ্ঠান ধরে রাখতে কঠিন হয়ে পড়বে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১২ ফেব্রুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur