চাঁদপুরের হাজীগঞ্জে চার ইট ভাটায় প্রবেশ করে ১৭ লক্ষ টাকা জরিমানা আদায় করে প্রশাসন। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে হাজীগঞ্জের মেসার্স সেলিম ব্রিকস, অনি ব্রিকস ও মার্ক ব্রিকসকে ৪ লক্ষ করে এবং রনি ব্রিকসকে ৫ লক্ষ টাকা নগদ জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, চাঁদপুর সিনিয়র কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মো. আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শারমিতা আহমেদ লিয়াসহ সেনাবাহিনীর কর্মকর্তাগণ।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, অবৈধভাবে পরিচালিত ইট ভাটাগুলোর বিরুদ্ধে ইট ভাটার লাইসেন্স নবায়ন না থাকায় এবং অবৈধ ভাবে কৃষি জমি থেকে মাটি উত্তলনের ফলে ১৭ লক্ষ টাকা জরিমানা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,৪ ফেব্রুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur