Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে চাঁদের হাট সুপার শপের উদ্বোধন
সুপার শপের

হাজীগঞ্জে চাঁদের হাট সুপার শপের উদ্বোধন

চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শেখ সিটি শপিং কমপ্লেক্সের বেইজমেন্টে অবস্থিত ‘চাঁদের হাট সুপার শপ’ এর উদ্বোধন করেছেন পৌরসভার মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

৩১ মার্চ বুধবার চাঁদের হাট সুপার শপের সত্ত কারী মো. নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই সুপার শপের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ মুন্সী, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, রোটারী ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটা. নিশান ইবনে মিজান।

প্রভাষক মো. জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজীদ থেকে তেলওয়াত করেন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল। এর আগে ব্যবসায়ীক সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর ফিতা কেটে অতিথিদের সাথে নিয়ে চাঁদের হাট সুপার শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ, পৌরসভার প্যানেল মেয়র-১ জাহিদুল আযহার আলম বেপারী, হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন লিটু, দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল, পৌর কাউন্সিলর সুমন তপাদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, কাকৈরতলা জনতা কলেজের প্রতিষ্ঠাতা কাজী ফয়েজ আহমেদ প্রমুখ।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৩১ মার্চ ২০২১