স্পেশাল করেসপন্ডেন্ট :
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় সিএনজি স্কুটার স্টেশনে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক হয়েছে শওকত সর্দার (২১) নামের এক যুবক। ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
এর আগে গত সপ্তাহে হাজীগঞ্জে পরিবহন সেক্টরে সকল ধরনে চাঁদা উঠানো বন্ধ ঘোষণা করে প্রশাসন। শতকত সর্দার হাজীগঞ্জ পৌর এলাকার সর্দার বাড়ির জামাল সর্দারের ছেলে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহ আলম চাঁদপুর টাইমসকে জানান, ‘মন্ত্রণালয়ের নির্দেশে গত সপ্তাহ থেকে হাজীগঞ্জে পরিবহন খাতে সকল ধরনে টোল/ চাঁদা উঠানো বন্ধ ঘোষণা করা হয়। সেই মোতাবেক আমরা ইতোমধ্যে উপজেলায় মাইকিং করে সকলকে বিষয়টি জানিয়ে দেই। তারপরে আজ (রোববার) দুপুরে হাজীগঞ্জ বাজারের শহীদ আলী আজ্জম সড়কে সিএনজি স্কুটার স্টেশানে শওকত চাঁদা উঠানোর সময় তাকে হাতেনাতে আটক করি।’
অফিসার ইনচার্জ শাহআলম আরো বলেন, ‘এখন থেকে উপজেলার প্রতিটি সিএনজি স্কুটার স্টেশনে আমাদের গোয়েন্দা অভিযান চলবে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম চাঁদপুর টাইমসকে জানান, ‘আমাদের অফিসার ইনচার্জ ওই যুবককে চাঁদা আদায়কালে হাতেনাতে আটক করে। এর পরেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে ওই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।’
আপডেট: বাংলাদেশ সময় ০৪:২৯ অপরাহ্ন, ২১ জুন ২০১৫, রোববার
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।