হাজীগঞ্জে গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাগণের পরিচিতি ও মতবিনিময়

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদ্য গেজেটভুক্ত ৯১ জন বীর মুক্তিযোদ্ধাগণের পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর শনিবার বিকেলে হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হাজীগঞ্জ উপজেলা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ও হাজীগঞ্জ-শাহরাস্তি(চাঁদপুর-৫) আসনের সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তমের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের মিয়া।

বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন চাঁদপুর জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লেপটেনেন্ট(অব.) এম এ ওয়াদুদ এর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াকুব আলী মাস্টার। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি অভিভাবকের ভূমিকায় আছেন বলেই আমরা আজও শ্রদ্ধা পাই। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি কখনোই দেশের মানুষের কল্যাণে কাজ করবে না। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচীব শহীদ উল্যাহ মিয়া, অবসরপ্রাপ্ত বিচারপতি সহিদ উল্লাহ্ বকাউল প্রমুখ।

এ সময় ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুস মিয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু নসর পাটওয়ারী মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বতু, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব বৃটিশ সহ শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং সদ্য গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের লোকজন মতবিনিময়ে অংশ নেন।

অনুষ্ঠানে সদ্য গেজেট ভুক্ত বীর মুক্তিযোদ্ধা দেরকে ফুল দিয়ে বরণ ও মুক্তিযোদ্ধা সংসদের বেইস পরিয়ে দেন কমান্ডার মোঃ আবু তাহের মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধাগণ।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৭ অক্টোবর ২০২৩

Share