হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জে সুপারি গাছ থেকে পড়ে এক কিশোরের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। ১৯ ডিসেম্বর শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিশোর ইমন হোসেন মৃত্যুবরণ করে। (ইন্নালিল্লাহি… ইন্নালিল্লাহি রাজিউন)।
জানাযায় নিহত কিশোর উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সিদলা গ্রামের ইসমাঈল সরদারের ছেলে।
এর আগে সে গত বুধবার (১৭ ডিসেম্বর) গাছ থেকে পড়ে গুরুতর যখমপ্রাপ্ত হয়। তার মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের মাতম দেখা যায়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
১৯ ডিসেম্বর ২০২৫