Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
শ্রমিকের

হাজীগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে কদম গাছের ডাল কাটতে গিয়ে শাহজালাল ভূইয়া (৫০) নামে এক শ্রমিকের করুণ মৃত্যুর খবর পাওয়া যায়। বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালে গিয়ে লাশের উপর মেয়ের আহাজারি। বুধবার দুপুরে উপজেলার মকিমাবাদ আল কাউসার মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, আল কাউসার মাদ্রাসা কর্তৃপক্ষ কদম গাছের ডাল কাটার জন্য শাহজালাল কে ১৫শ’ টাকার চুক্তিতে কাজ দেন। শাহজালালের স্ত্রী মাহমুদা বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। দুই মেয়ে বিবাহ উপযোগী। ১ মেয়ে প্রতিবন্ধী। রিক্সা চালানোর পাশাপাশি শ্রমিকে বিভিন্ন কাজ করতেন বাবা শাহজালাল।

শাহজালাল গাছে উঠেন বুধবার দুপুর আনুমানিক ১২টার সময়। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে দেখে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বিষয়টি নিশ্চিত করে।

হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামের মৃত ইদ্রিস তপদারে ছেলে শাহজালাল তপদার। ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের বেলঘর গ্রামের হাটখোলা শ্বশুর এলাকায় বাড়ি করেন থাকে শাহাজালাল। নিহত শাহাজালালের ৩ মেয়ে ও দুই ছেলে নিয়ে হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ডের মকিবামাদ বলি বাড়িতে আল আমিনের বাসায় ভাড়া থাকেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, শাহ্ জালাল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় রিক্সা চালানোর পাশাপাশি শ্রমিকের কাজ করতেন। বুধবার দুপুরের দিকে মকিবামাদ আল কাউসার মাদ্রাসার কদম গাছের ডাল কাটতে উঠলে সেখান থেকে পড়ে মারা যান।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৭ ডিসেম্বর ২০২৩