নাম মাফিয়া বেগম। ৪৫ বছর বয়সী মাফিয়া বেগমের কার্যক্রমও ‘মাফিয়া’র মতো। এলাকায় তাকে সবাই ‘গাঁজা মাফিয়া’ নামে চেনে। অনেক দিন ধরে তাকে খুঁজছিল পুলিশ।
এবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। তার খোঁজ মেলে পরিত্যক্ত এক টয়লেটে। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। বুধবার (০৯ মার্চ) সন্ধ্যায় মাফিয়া বেগমকে আটক করা হয়। এ সময় কার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটক মাফিয়া বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলিয়া গ্রামের আবু কালাম কালুর স্ত্রী। ওই বাড়ির পরিত্যক্ত একটি টয়লেট থেকে পুলিশ তাকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাফিয়া বেগমকে ধরতে পুলিশ উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের ৪ নম্বর বলিয়া ওয়ার্ডে কালামের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে ১৭ কেজি গাঁজা পাওয়া গেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুবাইর সৈয়দ বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মাফিয়া বেগমকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ‘
হাজীগঞ্জ প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur