উপজেলা সংবাদ

হাজীগঞ্জে গলা টিপে ১সন্তানের জননীকে হত্যা

‎Wednesday, ‎01 ‎July, ‎2015  12:56:06 PM

স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর:

হাজীগঞ্জে যৌতুকলোভী স্বামী ও শাশুড়ি কর্তৃ গলা টিপে ১ সন্তানের জননীকে হত্যার অভিযোগে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে (মামলা নং ২৫। তারিখ ২৯/০৬/২০১৫)।

উপজেলার পৌরসভাধীন এনায়েতপুর গ্রামের হাজী বাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে ফারুক মিয়ার স্ত্রী আকলিমা (১৯)কে স্বামী ও শ্বাশুড়ি মিলে গত সোমবার দুপুরে গলা টিপে হত্যা করে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ খবর পেয়ে লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করে। হাজীগঞ্জ থানায় রাতেই ৩জনকে আসামী করে মামলা দায়ের করেছে মেয়ের পরিবার। এ ঘটনায় ঘাতক শ্বাশুড়ি মনি বেগমকে ঘটনার রাতেই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার নিকট আত্মীয়ের বাড়ি থেকে আটক করে। ৩০ জুন মঙ্গলবার ঘাতক শ্বাশুড়ি মনিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত এক বছর পূর্বে উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের গোলারবাগোঁ বাড়ির প্রবাসি মোঃ হাছান আলীর মেয়ে আকলিমার সাথে পার্শ্ববর্তী এনায়েতপুর গ্রামের হাজী বাড়ির ফারুক মিয়ার সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। ফারুক পেশায় একজন কসাই। বিয়ের সময় যৌতুক হিসেবে বরকে ১ লাখ টাকা নগদ ও ৩ ভরি স্বর্ণালঙ্কার প্রদান করা হয়। বিয়ের ৬ মাসের মাথায় শ্বশুর বাড়ির যৌতুকের টাকা ভেঙ্গে ফেলে এবং তারপর আরো ৫০ হাজার টাকা যৌতুকের জন্য চাপ দেয়। কয়েকদিন আকলিমা বাবার বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাইলে মেয়ের পরিবার ২/৩ হাজার টাকা জামাইকে দিতো।

রমজানের শুরুতে স্বামী, শ্বাশুড়ি ও দেবর আকলিমাকে আবারো যৌতুকের টাকার জন্য চাপ দিলে আকলিমা বাপের বাড়ি থেকে টাকা আনতে অপারগতা প্রকাশ করায় আকলিমার উপর নির্মম অত্যাচার চালায় স্বামী ও শ্বাশুড়ি । বাড়ির লোকজন জানায়, গত সোমবার সকাল থেকে ফারুকদের ঘরে বউকে নিয়ে ঝগড়া করতে শুনতে পায়। সকাল বেলা একধাপ ঝগড়া শেষ হলে দুপুরে আবারো আকলিমার স্বামী ফারুক বাড়িতে এসে স্ত্রীকে দেখে মারধর শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির উঠোনে শ্বাশুড়িসহ স্বামী ফারুক বউকে ফেলে স্বামী ফারুক, শ্বাশুড়ি মনি বেগম ও দেবর হাবিবুর রহমান পালিয়ে যায় ।

নিহতের মা জ্যোস্না বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়ে বিয়ের পর থেকে বাপের বাড়িতে বেড়াতে যেতে দেয়নি এ ডাইনী শ্বাশুড়ি। তারা বিভিন্ন সময় আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করতো। তারা নৃশংসভাবে আমার মেয়েকে হত্যা করে। আমি এ নরপিচাশদের শাস্তি চাই।’

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম (এলএলবি) জানান, ‘এ ঘটনায় মেয়ের পরিবার মামলা দায়ের করেছে। আসামীদের ধরার জন্য পুলিশ অভিযান চলছে।’

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share