চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
এর আগে হাজীগঞ্জ থানার এস আই ফারুক ও বেলাল হোসেন ২৭ নভেম্বর বুধবার রাতে উপজেলার ৫নং সদর ইউনিয়নের মাতৈইন গ্রামের আবু তাহের মিজির ছেলে ধর্ষক ইউসুফ হোসেন (২৫) কে তারি বড়ি থেকে আটক করে।
তার বিরুদ্ধে উপজেলার ৭নং বড়কূল পশ্চিম ইউনিয়নের এক যুবতী তিন মাসের অন্তঃসত্ত্বা দাবি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করেন, ধর্ষক ইউসুফ হাজীগঞ্জ বাজারের বিসমিল্লাহ হসপিটালে দায়িত্বরত অবস্থায় গত ৫ বছর পূর্বে দেখা হয়। সেই থেকে বিয়ের প্রলোভনে দু’জন বিভিন্ন সময় দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে।
বর্তমানে যুবতীর তিন মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ের জন্য চাপ দিলে ধর্ষক তালবাহানা শুরু করে। নিরুপায় হয়ে ঐ যুবতী থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রশিদ জানান, মেয়েটির লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ধর্ষককে আটক করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগে পাঠায়।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ২৮ নভেম্বর ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur