চাঁদপুরের হাজীগঞ্জে ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন আড়ং বাজারে একটি ভ্যারাইটিজ ষ্টোরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৩০ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জামাল ষ্টোর এর সত্ত্বাধিকারী মো. জামাল হোসেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
লিখিত অভিযোগে বলেন, শরিবার প্রতিদিনের ন্যায়ে দোকান বন্ধ করে চলে যাই। রবিবার সকালে আমার ছেলে মিরাজ দোকান খুলতে গিয়ে দেখে চুরির ঘটনা। পরে দোকানের সিসি ক্যামরা দেখে চরের দল ক্যামরা ঘুরিয়ে রাখে। পরে দেখি আমার দোকানের বিকাশ ও লোডের ৭টা মোবাইল সেট, রিজার্জ কার্ড, ৪৫ হাজার টাকার সিগারেট, নগদ টাকা ১ লক্ষ ১০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার চুরি হওয়া দোকানে পরিদর্শন করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা প্রভাকর বলেন, আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা অনুযায়ী অগ্রসর হচ্ছি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur