হাজীগঞ্জে খালেদা জিয়া ও ইঞ্জি.মমিনুল হকের রোগমুক্তি কামনায় দোয়া

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের রোগমুক্তি কামনায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট শুক্রবার বিকেলে হাজীগঞ্জ বিশ্বরোডস্থ বিএনপির পার্টি অফিসে এই অনুষ্ঠান আয়োজন করে হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম।

উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর শেখ, পৌর বিএনপির সাবেক আহবায়ক খোরশেদ আলম ভূট্রো, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক উপদেষ্টা শাহিন মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সেলিম চেয়ারম্যান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠু চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার প্রমুখ।

দোয়া ও মিলাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয় এবং চাঁদপুর-৫ আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হকের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ১৫ আগস্ট ২০২৫