হাজীগঞ্জে ক্যান্সারে আক্রান্ত মাসুদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
হাজীগঞ্জের ক্যান্সারে আক্রান্ত মাসুদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি আলীগঞ্জের মাসুদ বেপারী পেতে পারে না ও বন্ধু। সেওতো চায় সবার মত নেক হায়াত পেয়ে সুস্থতার সাথে দুনিয়ার সফর শেষ করে যেতে। আজ সে হয়তোবা নির্বাক হয়ে সকলের দিকে অশ্রু ঝরা হৃদয়ে তীর্থের কাকের মতো তাকিয়ে আছে।
একসময় সে পরিবারের গ্লানি টেনেছে। অথচ আজ সে পরিবারের বোঝার মত হয়ে পড়ে আছে। যে পুরুষের অর্জিত অর্থ নেই। সে পুরুষটি বুঝে দুনিয়ার কত জ্বালা যন্ত্রণা তার বুকে চাপা পড়ে আছে। ইচ্ছে থাকলেও পরিবার-পরিজনের জন্য কিছুই করার অসম্ভব। দশের লাঠি একের বোঝা। অসহায় এ পরিবারটি বিভিন্ন সমস্যার সম্মুখীন। অসুস্থ ব্যক্তি কে নিয়ে বোঝার মত গ্লানি টানছে।
চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড আলিগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী কংগাইশ গ্রামের ব্যাপারী বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে মো. মাসুদ ব্যাপারী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ এক বছর জীবন যুদ্ধে লড়াই করছেন। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে এই অসহায় মানুষটির চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই। দুনিয়াতে ভালোভাবে বাঁচার সুযোগ করে দেই। তাহলে হয়তোবা ছেলে সন্তান বটবৃক্ষ বাবার চায়া তলে থাকতে পারবে।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার লিভার ক্যান্সারে আক্রান্ত মাসুদের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, আমার দুই ছেলে তামিম ও তাহমিদুল কে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে হাঁটছি। স্বামী ও পরিবারের চার সদস্যের খরচ বহন করতে খুবই ভয়াবহতার মধ্য দিয়ে দিন কাটাচ্ছি। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী দু চার মাস আর্থিক সহযোগিতা দিলেও এখন আর কেউই খোঁজ নিতে পারছে না। টাকার অভাবে স্বামীর ওষুধ ক্রয় করতে পারছে না।
আমরা দৈনন্দিন পরিবার ও নিজের জন্য কত টাকা কতভাবে নষ্ট করি। অথচ এই অসহায় মানুষটি টাকার অভাবে বিছানার মধ্যে কাতরাচ্ছে। অর্থবান ও বিত্তবানদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এই অসহায় মানুষটির পাশে একটু উদারতার হাত বাড়িয়ে দিন। হয়তোবা আপনার সহযোগিতা পেলে এই মানুষটি দুনিয়ার আলো দেখবে। পরিবার-পরিজন এর মুখে ফুটবে হাসি।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়,২২ ফেব্রুয়ারি ২০২৫